আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ছাত্রলীগের মিলন মেলায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার সাবেক ছাত্রলীগের উদ্যোগে মুন্সিগঞ্জ ফুটবল মাঠে মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি বলেন, চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় যারা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন সেই সব সাবেক নেতাদের উদ্যোগেই আজকের এ মিলন মেলা। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যুগে যুগে মীর জাফর, খন্দকার ছিলো এখনও আছে। আমাদের মৃত্যুর পরও থাকবে। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা খন্দকার মোস্তাকের কারণেই বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি। এগুলো থাকবেই। আপনারা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন। যারা প্রকৃত আওয়ামী লীগ, যারা শেখ হাসিনার সাথে আছেন তারাই প্রকৃত আওয়ামী লীগ। তারা প্রত্যেক সংসদ নির্বাচনের আগেই বলবে আমি নমিনেশন পেয়ে গেছি। আমাদের কর্মীদের মাঝে বিভ্রান্তি ছাড়ানোর জন্য এসব বলে বেড়ায়। তিনি আরও বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু যারা হ্যাঁ না ভোট করে তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না ।
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোল্লা জাফর চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, খুস্তার জামিল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজি খালেদুর রহমান অরুণ, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ। আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হকের উপস্থাপনায় বক্তব্য রাখেন কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রানা উদ্দিন ম-ল, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শামিম, সোনা জোয়ার্দ্দার, বুদো মিয়া, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান হান্নান, হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আশিকুুজ্জামান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ডালিম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মতিয়ার রহমান বাবু, সাবেক ছাত্রলীগ নেতা ইকলুছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক শাহাবুল হক, খাদিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ম-ল, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, যুবলীগ নেতা মতিয়ার রহমান ফারুক কাউন্সিলর, পিন্টু, মামুন-অর-রশিদ হাসান কাউন্সিলর, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মাহমুদুল হাসান চঞ্চল, শাহিনুর রহমান, মিনারুল ইসলাম, মহর মেম্বার, শিলকন জোয়ার্দ্দার, মানোয়ার হোসেন, শাকিল, টুকু, মোখলেছুর রহমান, আরোজ, সিরাজুল মাস্টার, তৌহিবুল, জহুরুল, সনজিত, আরিফ, সৈকত খান, লিজু, রজব মহিদুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহম্মেদ ডন, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, নাহিদ হাসান তমাল প্রমুখ।