মেহেরপুর অফিস : মেহেরপুরে নায়েব বাড়ি পূজা মন্দিরের শ্রী শ্রী রাধাকৃষ্ণ জয়তু, দেশ মাতৃকা ও বিশ্ব জননী সকল সন্তানের মঙ্গল কামনায় ১৬ প্রহরব্যাপী অখ- শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানামযজ্ঞ শেষ হয়েছে। গতকাল শুক্রবার মেহেরপুরে নায়েব বাড়ি পূজা মন্দিরে কমিটির সভাপতি চিত্তরঞ্জন শাহার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে হিন্দু ধর্মালম্বীদের ভক্তরা উপস্থিত ছিলেন। মহানামযজ্ঞে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কির্তন দল কির্তন পরিবেশন করেন। পরে নায়েব পদাবলি, কির্তন ও বৈষ্টলিলা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ।