স্টাফ রিপোর্টার: বোর্ড পরীক্ষার সময় স্কুল বন্ধ রেখে পরীক্ষা পরিচালনার কারণে শিক্ষার্থীদের যাতে পড়াশোনায় ক্ষতি না হয় সেজন্য কুষ্টিয়ায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর শিক্ষাপল্লীতে এক আয়োজনের মধ্যদিয়ে সরকার অনুমোদিত দেশের প্রথম এ স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র ‘সুরাইয়া বিলকিস ভবন’ এর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে শিক্ষাপল্লীর স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্রের অডিটোরিয়ামে আলাউদ্দিন নগর শিক্ষাপল্লীর রূপকার ড. আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান। তিনি তার বক্তব্যে বলেন, যে সেন্টারগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই সেন্টারসহ আশপাশের স্কুল বন্ধ করে দেয়া হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার মান কমে যেতে পারে। সেজন্য পরীক্ষা সামনে রেখে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র। এটি একটি মহত উদ্যোগ। তিনি এ ধরনের মহত উদ্যোগ আরও গ্রহণ করার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে তিনি ‘সুরাইয়া বিলকিস ভবন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সাবেক অতিরিক্ত সচিব ময়েজ উদ্দিন আহমেদ প্রমুখ। এসময় আলাউদ্দিন নগর শিক্ষাপল্লীর আশপাশের বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এখন থেকে শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিসহ অন্যান্য পরীক্ষা এ স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র ‘সুরাইয়া বিলকিস ভবন’ এ অনুষ্ঠিত হবে।