চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে রাজনৈতিক ও ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে
স্টাফ রিপোর্টার: মধ্য মাঘে শীতের দাপট কমতে শুরু করেছে প্রকৃতি থেকে। ইতোমধ্যে মাঝে মাঝে মৃদু বাতাসে ভর করে এসে জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়ায় শীতের তীব্রতা কমে এসেছে। তবে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের কিছু জেলায় এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার রাজশাহীতে দেশের সর্বনি¤œ তাপমাতা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন নাঈম পুনমের উদ্যোগে, রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ও দামুড়হুদার কার্পাসডাঙ্গায় আওয়ামী লীগ নেতা নজরুল মল্লিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মানুষ মানুষের জন্য। আসুন আমরা সকল বিত্তবানেরা মিলে গরিব অসহায় শীতার্ত মানুষের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা ভোলানোর চেষ্টা করি। আমি আপনাদেরই সন্তান। আপনারা আমার জন্য দোয়া করবেন, যতোদিন বেঁচে থাকি আপনাদের সেবা করে যেতে পারি। কথাগুলো বললেন, চুয়াডাঙ্গার কৃতিসন্তান ঢাকা ৩০৯নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন নাঈম পুনম। গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্বরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাসহ আশপাশের ৩শতাধিক গরিব দুস্থ নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার কৃতিসন্তান ঢাকা ৩০৯ নং মহিলা আসনের সংসদ সদস্য শিরিন নাঈম পুনম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা জামান পলি, জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকলী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখসানা চন্দা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শেফালী খাতুন প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিকভাবে পরিচালনা করেন চুয়াডাঙ্গা রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাবেরী করিম।
অপরদিকে, চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ৭ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ‘মানবতার সেবায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’ এ স্লোগানে গতকাল শুক্রবার বেলা ১০টায় রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয় প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রেডক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন।
এ সময় রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমান, গ্রামীণফোন সিনিয়র টেরিটরি ম্যানেজার আবু সাদাত মো. শোয়েব, রেডক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার সাঈদ মো. শামীম রহমান, কার্যকরী সদস্য শহিদুল ইসলাম শাহান, অ্যাড. রফিকুল ইসলাম ও আজীবন সদস্য খলিলুর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে রেডক্রিসেন্ট ইউনিট সভাপতি আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন বলেন, ‘সদর উপজেলায় সকল আজীবন সদস্যদের মনোনীত অসহায় শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হচ্ছে। যেসকল ব্যক্তি নির্ধারিত কার্ড পেয়েছেন তারা সকলেই শীতবস্ত্র পাবেন। অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে গ্রামীণফোন এগিয়ে এসেছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে গ্রামীণফোনকে রেডক্রিসেন্ট সোসাইটির পাশে পাবো এ আশাও করছি। শীতবস্ত্র বিতরণে রেডক্রিসেন্ট সবসময়ই অসহায় শীতার্ত মানুষের পাশে থাকবে।’
দামুড়হুদা/কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি নজরুল মল্লিককে সংবর্ধনা ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কার্পাসডাঙ্গার আরামডাঙ্গা বটতলা মোড়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতেই নজরুল মল্লিকের নেতৃত্বে এক বিশাল র্যালি কার্পাসডাঙ্গা বাজার প্রদক্ষিণ করে। র্যালি শেষে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিক্ষক শাফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি নজরুল মল্লিক।
তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে লুটপাট করে। দেশের টাকা বিদেশে পাচার করে। তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে চলেছেন। তিনি দেশকে একটি মধ্যম আয়ের দেশে পৌঁছে দিয়েছেন। বিধবাভাতা, বয়স্কভাতা, মুক্তিযোদ্ধাভাতা, মাতৃত্বকালীনভাতা সব তারই চিন্তা চেতনার ফসল। আগামী নির্বাচনে দলীয় নৌকা প্রতীক নৌকার মাঝি হিসেবে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় ছিনিয়ে আনা হবে। তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে আবারও নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাড. আফতাব উদ্দিন, আ.লীগ নেতা আফজালুর রহমান বুলু, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. আবু তালেব, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেছুর রহমান টজো, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জান মোহাম্মদ সেলিম, যুগ্মআহবায়ক মীর আব্দুল হামিদ, বৃহত্তর বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান মাস্টার, জীবননগর পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, আব্দুর রহমান মেম্বার, রাজা মিয়া, মীর্জা হাকিবুর রহমান লিটন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক আলাউদ্দিন, আ.লীগ নেতা গোলাম রসুল, মজিবুর রহমান, শহিদুল মালিথা, আব্দুল হাকিম, বদিউজ্জামান, হারুন রশিদ, বাঁকা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর খালেক মাস্টার, যুবলীগ নেতা কাজী শামসুর রহমান চঞ্চল, হযরত আলী, ডলার, জামাত, সাখাওয়াত হোসেন, রানা, হাফিজুর, শাকিল, আলম, আনারুল, তুহিন আক্তার, কামরুজ্জামান, মফিজুল, বিদ্যুত, ছাত্রলীগ নেতা মিলন, ছাত্রলীগ নেতা জাকির, মমিন, শফিকুল, আলামিন, চঞ্চল কুমার দাস, শোভন, নাজমুল প্রমুখ। আলোচনা শেষে এলাকার দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্মআহবায়ক সাজেদুল বিশ্বাস মিঠু।
আসামনখালী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার ভোগাইল বগাদীতে অসহায় হতদরিদ্রদের মাঝে গতকাল শুক্রবার নিজ উদ্যোগে জেলা পরিষদের সদস্য কাজল রেখা ১শ পিস কম্বল বিতরণ করেন। বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন লিঙ্কন মিয়া, পিকলু, শাহাবুল, বিল¬াল হোসেন, বজলু মিয়া, রাজু আহমেদ প্রমুখ।