আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ডিগ্রি কলেজ সরকারিকরণের ব্যবস্থা করায় কলেজের পক্ষ থেকে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়েছে। আলমডাঙ্গা ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম ছরোয়ারের নেতৃত্বে গতকাল শুক্রবার এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সাথে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্টার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত আলমডাঙ্গা ডিগ্রি কলেজের জিবি’র বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হওয়ায় তাকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় হুইপ বলেন, তার চ্যালেঞ্জ ছিলো কলেজটি সরকারিকরণের। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই তা সম্ভব হয়েছে। শেষে তিনি উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান।