আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা এরশাদপুর থেকে ইয়াবা বিক্রিকালে মাদকব্যবসায়ী সেন্টুকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে আলমডাঙ্গা থানার এএসআই মোস্তফা ও হামিদুল অভিযান চালিয়ে তাকে আটক করে। সেন্টু এরশাদপুর মসজিদপাড়ার আব্দুল্লার ছেলে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর মসজিদপাড়ার আব্দুল্লার ছেলে সেন্টু পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা বিক্রি করে আসছিলো। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এএসআই মোস্তফা ও হামিদুল অভিযান চালিয়ে এরশাদপুর একাডেমির পেছন থেকে ইয়াবা বিক্রিকালে সেন্টুকে আটক করে। আটকের পর সেন্টুর দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ক্রেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।