আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনীতে চেয়ারম্যান ভলিবল টুর্নামেন্টে মোচাইনগর জয়ী। বড়গাংনী তদন্তকেন্দ্রে পাশে অবস্থিত ভবিবল মাঠে গতকাল শুক্রবার বিকেলে ফাইনাল খোলায় মোচাইনগর একাদশ ২-০ গেমে চিৎলা একাদশকে পরাজিত করেছে। খেলায় সভাপতিত্ব করেন আকুবর আলী। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু। বিশেষ অতিথি ছিলেন, লিটন খাঁন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসান ফারখ, মারুফ হোসেন, এমদাদুর হক দাদুল, রিপন মিয়া, তুষার হোসেন, শামিম রেজা, ইউপি সদস্য মজিবুল হক, সেলিম রেজা সেন্টু, মাসুম আলী প্রমুখ খেলা পরিচালনা করেন সোহাগ মিয়া সাবান আলী।