সু চির সমালোচনা করে মার্কিন কূটনীতিকের পদত্যাগ
মাথাভাঙ্গা মনিটর: রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে পরামর্শ দেবার জন্য যে আন্তর্জাতিক উপদেষ্টা প্যানেল গঠন করা হয়েছে সেটির সদস্য মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন পদত্যাগ করেছেন। রোহিঙ্গা সংকট সমাধানে এই প্যানেলের ভূমিকা ও অং সান সু চির ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন তুলেছেন রিচার্ডসন। তিনি এটিকে ‘লোক দেখানো’ বলেও উল্লেখ করেছেন। মিয়ানমার সরকার রিচার্ডসনকে এ প্যানেলে যোগ দেবার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। রিচার্ডসন অভিযোগ করেন, রোহিঙ্গাদের দুর্দশার বিষয়টি আন্তরিকতার সাথে আলোচনা করা হয়নি। তিনি অং সান সু চির ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন। একসময় ক্লিনটন প্রশাসনে কাজ করা এই অভিজ্ঞ কূটনীতিক বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে সু চির ‘নেতৃত্বে নৈতিকতার ঘাটতি’ রয়েছে।
কাবুলে হোটেলে হামলায় ৪০ জন নিহত
মাথাভাঙ্গা মনিটর: কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সপ্তাহান্তে হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এ সংখ্যা আফগান কর্তৃপক্ষের আগের বলা সংখ্যার প্রায় দ্বিগুণ। গতকাল বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যান থেকে একথা জানা যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মজরুহ বলেন, ‘ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলায় নিহতের মধ্যে ২৫ জন আফগান নাগরিক।’ তিনি আরও বলেন, ‘নিহত বিদেশি নাগরিকদের ব্যাপারে আমরা কিছু জানি না। তিনি জানান, হামলায় ১২ আফগান নাগরিক আহত হয়েছে।
আজ শনিবার রাতের ওই হামলায় ১৫ জন বিদেশি নাগরিকের নিহত হওয়ার খবর নিশ্চিত করায় এ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়ালো। এর আগে আফগান কর্মকর্তারা এ হামলায় ২২ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল এবং বলা হয়েছিলো এদের বেশিরভাগই বিদেশি নাগরিক।
চীনে তুষারঝড় : দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি
মাথাভাঙ্গা মনিটর: চীনের মধ্য ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় তুষারঝড় অব্যাহত থাকায় দেশটির জাতীয় পর্যবেক্ষণ সংস্থা তাদের সতর্কতা পরিবর্তন করে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। চীনের আনহুই, হেনান, হুবেই, হুনান, জিয়াংসু, জিয়াংজি, সাংহাই ও ঝিজিয়াংয়ের বিভিন্ন স্থানে ১০ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের আশঙ্কা রয়েছে বলে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) গতকাল বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করে। আবহাওয়া কেন্দ্র জানায়, কিছু এলাকায় আরো তিনদিনেরও বেশি সময় ধরে তুষারপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এতে নতুন করে ২০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। আবহাওয়া কেন্দ্র এসব এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষকে বিভিন্ন সড়ক, রেলওয়ে, বিদ্যুত ও টেলিযোগাযোগের বিষয়ে সাবধানতামূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।
পদ্মাবতের মুক্তি, কারনি সেনার ভয়ে বন্ধ দিল্লির অসংখ্য স্কুল
মাথাভাঙ্গা মনিটর: ভারতে গতকাল বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বনশালির বহু প্রতিক্ষীত ও বিতর্কিত ছবি পদ্মাবত। ফুঁসছে কারনি সেনা, চলছে বিক্ষোভ। সুপ্রিম কোর্টের নির্দেশকে ফুত্কারে উড়িয়ে দিয়ে পদ্মাবত দেখানো বন্ধ করেছে চার রাজ্যের মাল্টিপ্লেক্স মালিক।
রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এবং গোয়ার মাল্টিপ্লেক্সে দেখানো হবে না পদ্মাবত। অভিযোগ, এসব রাজ্যের সরকার এক্ষেত্রে কার্যত হাত গুটিয়ে বসে রয়েছে। মূলত চারটি রাজ্যে পদ্মাবত নিয়ে কারনি সেনার ত্রাস চরমে পৌঁছেছে। গুরুগ্রামে কারনি সেনার হামলার মুখে পড়েছে স্কুল বাস। স্কুল পড়ুয়া ভর্তি বাসে ছোড়া হয়েছে ঢিল। ছবিতে ইতিহাস বিকৃত হয়েছে, এই অভিযোগে শপিং মলে ভাঙচুর চালিয়েছে কয়েকটি সংগঠন। গত বুধবার পোড়ানো হয়েছে একাধিক গাড়ি। আজ মুক্তির পর অশান্তি আরও বাড়বে, এই আশঙ্কা থেকেই দিল্লি সংলগ্ন বহু স্কুল বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির অসংখ্য স্কুল।