চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান
দর্শনার জয়নগর থেকে ২৮৮ বোতল ফেনসিডিল নিয়ে কুষ্টিয়ার পথে রওনা হয়ে বেকায়দায়
স্টাফ রিপোর্টার: প্রাইভেটকারযোগে ফেনসিডিল পাচারের সময় চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে কুষ্টিয়া মিরপুর দক্ষিণ কাকদহের কবির আহমেদ (৩৮)। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের ভিমরুল্লার রাফিদ পোল্ট্রির সামনে থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় ২৮৮ বোতল ফেনসিডিল।
পুলিশ বলেছে, কুষ্টিয়া মিরপুরের পোড়াদহ দক্ষিণ কাকহের মনির আহমদের ছেলে কবির আহমদ দীর্ঘদিনের চিহ্নিত মাদক পাচারকারী। বছরখানেক আগেও চুয়াডাঙ্গা দামুড়হুদা থানা পুলিশের হাতে ফেনসিডিলসহ ধরা পড়ে। এবার সে ধরাপড়লো প্রাইভেটকারযোগে ফেনসিডিল পাচারের সময় গোয়েন্দা পুলিশের হাতে।
পুলিশসূত্র বলেছে, দর্শনার জয়নগর থেকে প্রাইভেটকারযোগে ফেনসিডিলের চালান পাচারের তথ্য পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম ও এসআই নিয়াজ মোর্শেদ সঙ্গীয় ফোর্স নিয়ে রাফিদ পোল্ট্রির সামনে অবস্থান নেন। রাত আনুুমানিক ৮টার দিকে সাদা রঙের (ঢাকা খ-১২-২৫৭২) নম্বর প্রাইভেট তল্লাশি করে দুটি ব্যাগে পাওয়া যায় ২৮৮ বোতল ফেনসিডিল। কবির আহমদকে প্রাইভেটকারসহ আটক করে নেয়া হয় গোয়েন্দা পুলিশ দফতরে। শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ। শেষ খবর পার্যন্ত সে জয়পুরের কার নিকট থেকে ফেনসিডিলগুলো কিনেছিলো তার নাম ধাম বলেছে কি-না জানা যায়নি।