স্টাফ রিপোর্টার: ট্রাক্টরের ট্রলি থেকে মাটি নামাতে গিয়ে বিদ্যুত স্পৃষ্টে ঝলসে গেছে ইটভাটা শ্রমিক সজল। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দামুড়হুদা জয়রামপুর কাঠালতলার অদূরবর্তী শেখ ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে। ইটভাটা শ্রমিক সজল চুয়াডাঙ্গা দামুড়হুদার জয়রামপুর কলনীপাড়ার নিজাম উদ্দীনের ছেলে। সজলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক বলেছেন, রোগীর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তবে বেশ কিছুদিন সজলকে চিকিৎসাধীন থাকতে হবে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে সজলের শয্যাপাশে থাকা নিকটজনেরা প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেছেন, শেখ ব্রিকস ফিল্ডের একমাথায় মাটির স্তূপ করা হয়েছে। ওই স্তূপের ওপরদিয়ে গেছে উচ্চক্ষমতার বৈদ্যুতিক তার। গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাক্টর ট্রলিযোগে মাটি নিয়ে ওই স্তূপের ওপর ওঠে। অন্যান্য দিনের মতো গতকালও ট্রলি থেকে কোদাল দিয়ে মাটি কেটে স্তূপের ওপর মাটি নামাতে শুরু করেন। এরই একপর্যায়ে কোদালের কোপে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে সজলের মুখে ও বুকের ওপর। বিদ্যুত স্পৃষ্টে মুখ ও বুক ঝলসে যায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন।