স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বেলগাছি ঈদগাপাড়ায় রাতের অন্ধকারে ঘরের তালা ভেঙে নগদ টাকা, টিভি মনিটর ও মোবাইল চুরি করে নিয়ে গেছে চোরচক্র। গত বুধবার রাতে বেলগাছি ঈদগাপাড়ার সাগর হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, গত বুধবার বেলগাছি ঈদগাপাড়ার মৃত ইছাহকের ছেলে ঠিকাদার সাগর হোসেন পরিবারসহ আত্মিয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে সেখানে থেকে যান। পর দিন গতকাল বৃহস্পতিবার বাড়ি ফিরে দেখেন গেটের তালা ভাঙা। ঘরের ভেতরে ঢুকে দেখেন সব কিছু এলোমেলো। ঘরে রাখা নগদ ১০ হাজার টাকা, একটি টিভি মনিটর ও ১টি মোবাইল সেট চুরি করে নিয়ে গেছে চোরচক্র।