আলমগীর কবির আলমডাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন আলমগীর কবির। জাতীয় শিক্ষা সপ্তাহ-১৮ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদফতরের ক্যাটাগরিতে হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর কবিরকে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত করা হয়। আলমগীর কবির শিক্ষক বাতায়ন সপ্তাহের সেরা শিক্ষক হিসেবে এটুআই থেকে সম্মাননা পদক পেয়েছেন। তিনি জেলার আইসিটি ফর এডুকেশন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।