মেহেরপুর বারাদীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সভা অনুষ্ঠিত

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে বারাদীতে অবস্থিত তৃণমূল মডেল একাডেমি চত্বরে সকাল ১০টার দিকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। তৃণমূল মডেল একাডেমি এএমসি কমিটির সভাপতি মোমিনুল ইসলামের সভাপতিত্বে, সভায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শ্রেণি কক্ষে পাঠদান সম্পন্ন, নোট ও গাইড বই পরিহারসহ কোচিং থেকে ছাত্র-ছাত্রীদের পাঠ্য বইয়ে ফিরিয়ে আনতে আলোচনা করেন তৃণমূল মডেল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক আশাদুজ্জামান সেলিম। আলোচনায় আরও অংশগ্রহণ করেন সমাজসেবক শরিফুল ইসলাম, মনজুর কাদের, সাকন উদ্দীন, কাজি গোলাম মোর্তুজা, গোলাম মোস্তফা, কুতুব উদ্দীন ও শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আঙ্গুরা, খালেদা, খাদিজা, আশরাফননাহার ও মুনি আক্তার। সভায় ঝরেপড়া রোধ, শিশুশ্রম ও বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকারকর্মী সাদ আহাম্মদ।