মেহেরপুর কোলা ও দফরপুরে সাবেক এমপি প্রফেসর মান্নানের গণসংযোগ

মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রফেসর আবদুল মান্নান গতকাল বুধবার বিকেলে আমঝুপি ইউনিয়নের দফরপুর ও কোলা গ্রামে গণসংযোগ শেষে পথসভা করেছেন। এ সময় সরকারের উন্নয়নের বিশেষ দিকগুলো তুলে ধরে তিনি বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে সময় দিতে হবে। তবেই দেশের আর্থ সামজিক উন্নয়ন ও বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীককে জয়যুক্ত করা ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এখন থেকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় আমঝুপি ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্বাস আলী, সাবেক মেম্বর আব্দুল কাদের, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাম্পাদক শরিফুল ইসলাম পচু, মহিউদ্দিন মাস্টার, আলেক মেম্বর, মনিরুল ইসলাম, মোশারেফ হোসেন, সাবেক মেম্বর কাদা, সদর উদ্দিন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, শহর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ডালিম খান প্রমুখ।