চুয়াডাঙ্গায় মাসব্যাপী তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেছেন, ‘তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা হবে নিষ্কলুষ। এখানে ওঠাও বাচ্চা নামের কোনো র্যাফেল ড্র বা জুয়ার আসর বসবে না। উচ্চস্বরে মাইক বাজারতো প্রশ্নই ওঠে না। দেশীয় পণ্যের বাজার টিকিয়ে রাখার স্বার্থে এ মেলার আয়োজন। এখানে সঠিক দামে গুণগত মানের পণ্যের কেনার সুযোগ থাকবে।’
গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা টাউন ফুটবলমাঠে মাসব্যাপী তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক উপরোক্ত বক্তব্য রাখেন। এর আগে মেলার প্রধান ফটকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও ঢাকার মিরপুরের গণচেতনা যৌথভাবে এই মেলার আয়োজন করছে। মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, গণচেতনার সাধারণ সম্পাদক মো. মোবারকউল্লাহ। পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, এ ধরনের আয়োজন সুস্থ বিনোদনের সহায়ক। ইতিবাচক এই আয়োজনকে উৎসাহিত করতে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। মোবারক উল্লাহ মাসব্যাপী মেলা চলাকালে পুলিশসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, ‘পৃথিবীতে একমাত্র বাংলাদেশেই জামদানি শাড়ি তৈরি হয়ে থাকে। সেই বিশ্বখ্যাত জামদানিসহ দেশীয় পণ্যের প্রচারের লক্ষ্যে এই মেলার আয়োজন। মেলায় স্বল্পদামে উন্নতমানের পণ্য এবং ঢাকার বিখ্যাত সব খাবার পাওয়া যাবে। আশাকরি এবছর সাড়া মিলবে এবং সাড়া মিললে আগামীতে নিয়মিত আসবো বলে আশা করি।’
অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচিসহ বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শাহ আলম সনি এ সময় উপস্থিত ছিলেন।