আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ফরিদপুরে বিশ্বজগৎ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে বিশ্বজগৎ বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বপ্নদ্রষ্টা আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি আফম সিরাজ সামজীর সভাপতিত্বে ফরিদপুরের সিরাজনগরে অনুষ্ঠিত ওই আলোচনায় প্রধান অতিথি ছিলেন হারদী এমএস জোহা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাশেম মাস্টার, চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের প্রভাষক মারুফুল হক, কবি ও প্রভাষক আসিফ জাহান ও উপন্যাসিক আনোয়ার রশিদ সাগর।
কবি গোলাম রহমান চৌধুরীর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, সাংবাদিক আতিক বিশ্বাস, জামিরুল ইসলাম, আব্দুর রহিম জোয়ার্দ্দার, মাধবপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, আব্দুর রহমান, বেলরিতা খাতুন প্রমুখ।