আলমডাঙ্গা ব্যুরো: দেড়শ’ গ্রাম গাঁজাসহ আলমডাঙ্গার ভেদামারী গ্রামের আনারুল ইসলাম ও রুহুল আমিনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে আলমডাঙ্গার ভেদামারী গ্রামের ইছাহক আলীর ছেলে আনারুল ইসলাম ও একই গ্রামের আব্দুল হক মোল্লার ছেলে রুহুল আমিনকে আটক করেছে। সে সময় তাদের নিকট থেকে পুলিশ দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।