দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ উপলক্ষে শিশু শিক্ষার্থীদের দুধ খাওয়ানো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় আড়াইশ শিশু শিক্ষার্থীদের দুধ খাওয়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক জাহানারা খাতুন বিউটি, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মাবুদ মেম্বার প্রমুখ। কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বেলা সাড়ে ১২টায় পুরাতন হাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিম খাওয়ানো হবে বলে জানিয়েছেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান।