চুয়াডাঙ্গা ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ‘শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীদের কন্ঠে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাবিল হোসেন জোয়ার্দ্দার। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি নুরুল ইসলাম, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা প্রমুখ। প্রথম পর্বে ৫টি গ্রুপে ২৭ ইভেন্টে দিনব্যাপী খেলাধুলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দ্বিতীয় পর্বে বিকেল সাড়ে ৩টায় ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাবিল হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার (সদর ক্লাস্টার) নাসির উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাহতাব উদ্দিন, অ্যাড. মনসুর উদ্দীন মোল্লা, ঝিনুক বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক রাশিদা হাসনু আরা, বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্যগণ ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান শিক্ষক শেফালী খাতুন। ঝিনুক বিদ্যাপীঠের সহকারী শিক্ষকদের সার্বিক সহযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এর আগে আলোচনা পর্বে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি শারীরিক বিকাশের জন্য খেলাধুলা প্রয়োজন। লেখাপড়ার জন্য অনুশীল করতে হয়। একজন ভালো খেলোয়ার হতে হলেও অনুশীলন দরকার হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুস সালাম।