চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজে মিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ‘স্বেচ্ছায় করি রক্তদান, বৃদ্ধি করি আত্মার টান’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা অ্যাকটিভ সিটিজেনের এপ্রিল ২০১৭ এর বাস্তবায়নে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অংশগ্রহণে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় সরকারি আদর্শ মহিলা কলেজ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে প্রথমে নিজের রক্তের গ্রুপ নির্ণয় করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাইদ। আরও উপস্থিত ছিলেন, সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক মফিজুর রহমান, সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ, প্রভাষক বনি আমিন সহকারী অধ্যাপক শাহজাহান আলী, প্রভাষক মৌসুকারা দুনি, নুসরাত জাহান চুমকী, নঈমা ফারহানা, সহকারী অধ্যাপক সুলতানা জান্নাতুল ফেরদৌস, প্রভাষক (পদার্থবিদ্যা) বিশ্বনাথ কর্মকার, বাঁধনের সভাপতি আবু বক্কর সিদ্দীক, সহকারী আহ্বায়ক এনএস সাগর, তৈমুর হুসাইন জোয়ার্দ্দার তনু প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন ইব্রাহিম হোসেন।