আলমডাঙ্গা ব্যুরো: দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার হাটবোয়ালিয়া প্রতিনিধি সোহেল হুদার দুলাভাই নগরবোয়ালিয়ার আব্দুস সোবহান আর নেই ( ইন্নালিল্লাহে………রাজেউন)। গত শনিবার স্ট্রোকে আক্রান্ত হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩ দিন তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি নগরবোয়ালিয়া গ্রামের মৃত জাহের আলীর ছেলে। তার বয়স হয়েছিলো ৫৫ বছর। সোবহান বিজিবির চাকরি জীবনে হাবিলদার পদ থেকে অবসর গ্রহণ করেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় গ্রামের গোরস্তানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।