স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় রুস্তম আলী নামের এক মাদক ব্যবসায়ীকে হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করা হয়। দ-িত রুস্তম আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের আবদুর রহমানের ছেলে।
মামলার বিবরণসূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ নভেম্বর সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া বটতলা থেকে সদর থানা পুলিশ রুস্তমকে আটক করে। তার দেহ তল্লাশি করে ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই দিন সদর থানার এসআই ইব্রাহিম খলিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ৩১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই পিয়ার আলী একমাত্র আসামি রুস্তমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১০জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম আসামি রুস্তম আলীকে যাবজ্জীবন কারাদ- দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদ-ের রায় দেন আদালত। সন্ধ্যায় পুলিশ প্রহরায় সাজাপ্রাপ্ত রুস্তমকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।