ইন্দোনেশিয়ার জাকার্তায় শক্তিশালী ভূমিকম্প
মাথাভাঙ্গা মনিটর: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গতকাল মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিলো ৬। এ সময় আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে দৌড়ে রাস্তায় নেমে আসে। এক সরকারি সংস্থা একথা জানিয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত বা তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৬ মাত্রার ভূমিকম্পটি ৪৩ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো নগরীর উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ইয়েমেনের তায়েজে বিদ্রোহীদের হামলায় সাংবাদিকসহ নিহত ৯
মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তায়েজে গত সোমবার হুতি বিদ্রোহীদের রকেট হামলায় এক সাংবাদিক ও এক শিশুসহ নয়জন নিহত হয়েছে। দেশটির এক সরকারি কর্মকর্তা একথা জানান। নাশমা শহরে নতুন নিরাপত্তা স্থাপনা উদ্বোধনকালে ছয়টি রকেট হামলা চালানো হয়। এতে চার সেনা ও পাঁচ বেসামরিক লোক নিহত হয়। ওই কর্মকর্তা আরো বলেন, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ও বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন। ইয়েমেনের একটি স্যাটেলাইট টিভি তাদের ক্যামেরাম্যান মোহম্মদ আল-কুদসির হত্যার সত্যতা নিশ্চিত করেছে। এ ঘটনার জন্য ‘হুতি বিদ্রোহীদের গোলা বর্ষণ’কে দায়ী করা হয়েছে। এদিকে হুতি বিদ্রোহীদের মুখপাত্রের দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা ওই কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ‘কমান্ডারসহ বেশ কয়েকজন ভাড়াটে যোদ্ধাকে হত্যা করেছে।