এসএসসি পরীক্ষার সময় বন্ধ থাকবে ফেসবুক-টুইটার
স্টাফ রিপোর্টার: আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ থাকবে। ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সকালের পরীক্ষা ১০টায় এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে শুরু হবে। তথ্য অনযায়ী, পরীক্ষা চলাকালে কেবল ওই ৩ ঘণ্টাই বন্ধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, বিটিআরসিকে (বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন) একটা লিমিটেড টাইমের জন্য ফেসবুক বন্ধ রাখার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি। কতোক্ষণ বন্ধ থাকবে আলাপ করে নির্ধারণ করা হবে। ফেসবুক ছাড়া আরও অন্যান্য যোগাযোগ মাধ্যম আছে যেখানে প্রশ্ন ফাঁস হয় এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি ফেসবুক বলতে বুঝিয়েছি প্রযুক্তিগত বিষয়গুলো। প্রযুক্তিগত যে সুযোগগুলো তারা নেয় সেগুলো যাতে বন্ধ করা যায়। তারাও (বিটিআরসি) চিন্তা করছেন কী কী মাধ্যমে এটা হতে পারে। কীভাবে এগুলো বন্ধ করা যেতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, এটা নির্দিষ্ট সময়ের জন্য হলে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। দুই তিন ঘণ্টায় কিছু হবে না। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তিনদিন আগে থেকে শুরু করে সব পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।
মেয়েকে সহকারী একান্ত সচিব নিয়োগ দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার: মেয়ে বেগম কানিজ ফাতেমা চৈতীকে নিজের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কেরামত আলী। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর অভিপ্রায় অনুসারে বেগম কানিজ ফাতেমা (চৈতি), পিতা-কাজী কেরামত আলী, মাতা-রেবেকা সুলতানাকে প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে উল্লেখ থাকে, প্রতিমন্ত্রী যতদিন এ পদ অলঙ্কৃত করবেন অথবা বেগম কানিজ ফাতেমা চৈতিকে ওই পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততোদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত ২ জানুয়ারি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। কানিজ ফাতেমা চৈতী জেট এয়ারওয়েজে সেলস অ্যান্ড মার্কেটিং কো-অর্ডিনেটর পদে চাকরি করতেন।