দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় যুবলীগ কর্মী ভুট্টুকে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ওরফে টুপি শহিদুল, উপজেলা যুবলীগের একাংশের আহ্বায়ক অ্যাড. আবু তালেবসহ ১২জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫জনের নামে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। আহত ভুট্টুর ছোট ভাই আমজাদ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় গত সোমবার মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন, সাবেক মেম্বার জাহিদুল ইসলাম, দামুড়হুদা কলেজ ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক এমএ করিম, অ্যাড. আবু তালেবের ছেলে ছাত্রলীগ নেতা বাঁধন, খাঁপাড়ার শাহাবুদ্দিনের ছেলে সোহাগ, একইপাড়ার বাউল, খররুমের ছেলে লিখন, সাজ্জাদের ছেলে রিদোয়ান, পল্টনের ছেলে শাওন, খাজের আলীর ছেলে পিয়াস ও মাদরাসাপাড়ার শাহিনের ছেলে রাজন। এ দিকে মারামারির ঘটনায় চাঁদাবাজি মামলা করায় আসামি অ্যাড. আবু তালেব পাল্টা চাঁদাবাজি মামলা দায়ের করেছেন। তিনি গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা আমলি আদালতে ৯জনের নামে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, দামুড়হুদা দশমীপাড়ার মৃত জুরজিহার ম-লের ৪ ছেলে উপজেলা যুবলীগের আহ্বায়ক জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, নূরনবী, জামান, মোশা, জামানের ছেলে জাহিদ, ইউসুফের দু’ছেলে রাকিব ও রাসেল এবং আফজাল খানের দু’ছেলে ভুট্টু ও আমজাদ হোসেন। অ্যাড. আবু তালেব প্রতিবেদককে জানান, শুনানি শেষে মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য দামুড়হুদা মডেল থানার ওসিকে আদেশ দিয়েছেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বিকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চা দোকানের পেছনে যুবলীগকর্মী ভুট্টুকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে কয়েক যুবক।