বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর দোস্তগ্রামে ছেলে শাজাহানের বিরুদ্ধে স্ত্রীর প্ররোচনায় পিতা-মাতা এবং ফুপুকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। প্রতিবেশীরা জানান, প্রায় সময় শাজাহান তার পিতা-মাতাকে মারপিট করেন।
অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের জনু মিয়ার ছেলে শাহাজান গতকাল মঙ্গবার সন্ধ্যা ৭টার দিকে স্ত্রীর প্ররোচনায় পিতা জনু মিয়া এবং মা মনোয়ারা বেগমকে মারপিট করেন। এসময় ফুপু খোদেজা বেগম ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে জখম করে সে। প্রতিবেশীরা জানান, প্রায় সময় শাজাহান ছোটখাটো বিষয় নিয়ে তার পিতা-মাতাকে মারপিট করেন।