গাঁজাসহ দোস্তগ্রামের হালিম ও সাইদুর গ্রেফতার

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর দোস্তগ্রামের হালিম ও সাইদুর রহমানকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সদর থনায় সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দোস্ত বাজারে সাইদুরের কাঠের আড়ত থেকে ৩৫ গ্রাম গাঁজাসহ গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের আমতলাপাড়ার আব্দুল খালেকের ছেলে হালিম এবং বসুতিপাড়ার ফঁকির চাঁদের ছেলে সাইদুর রহমান। গ্রোফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।