কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছিতে স্ত্রীর ওপর অভিমান করে স্বামী সাজু শ্বশুরবাড়িতেই আত্মহত্যার অপচেষ্টা চালায়। গতকাল মঙ্গলবার বিকেলে কুড়–লগাছির আনন্দবাজারপাড়ার শ্বশুর সুলতানের বাড়িতেই সকলের সামনে সাজু বিষপানে আত্মহত্যা অপচেষ্টা চালায়।
জানা গেছে, প্রায় দুই বছর আগে কুড়ুলগাছির আনন্দবাজারপাড়ার সুলতানের মেয়ে শিরিনার (২২) সাথে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের কালাম উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম সাজুর (২৫) মোবাইলের মাধ্যমে সম্পর্ক হয়। পরে তারা পরিবারের অজান্তে বিয়ে করে। উভয় পরিবার তাদের বিয়ে মেনে নেয়। ছেলের পরিবার যৌতুক দাবি করে বসে যৌতুক দিতে না পারায় সাজু শিরিনার ওপর অত্যাচার শুরু করে। কৌশলে মেয়ের বাবা মেয়েকে নিজ বাড়িতে ডেকে আনেন। পরে বেকার ছেলের হাতে আর মেয়ে দেবে না বলে ছেলের বাবাকে জানিয়ে দেন। এ ঘটনার দীর্ঘদিন পর সাজু তার স্ত্রীকে নেয়ার জন্য গতকাল মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়ি কুড়ুলগাছিতে আসে। মেয়ের বাবা মেয়েকে দিতে রাজি না হলে শ্বশুরবাড়ির লোকজনের সামনে সাজু বিষপান করে আত্মহত্যার অপচেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।