কার্পাসডাঙ্গা প্রতিনিধি: গাঁজাসহ ২জনকে গ্রেফতার করেছে দামুহুদার কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে কুড়ুলগাছি বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এসময় চ-িপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে শরিফুল ও একই গ্রামের মৃত সৈয়দ আলী পটলার ছেলে মিলনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের নিকট থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।