আনসার ও ভিডিপি সদস্যদেরকে দেশের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার আহবান

চুয়াডাঙ্গায় আনসার ও ভিডিপির জেলা সমাবেশ-২০১৮ অনুষ্ঠানে খুলনা রেঞ্জের পরিচালক আকবর আলী

স্টাফ রিপোর্টার: শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা স্লোগানে চুয়াডাঙ্গায় আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী (ভিডিপি) জেলা সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় চুয়াডাঙ্গার আলোকদিয়া আনসার ভিডিপির সদর দফতরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক আকবর আলী-পিএএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুবুর রহমান, আনসার ও ভিডিপির কুষ্টিয়া কমান্ড্যান্ট তরফদার আলমগীর হোসেন, মেহেরপুরের কমান্ড্যান্ট আব্দুর রশিদ, ঝিনাইদহের কমান্ড্যান্ট আহসান উল্লাহ, এনএসআই উপ-পরিচালক আবু জাফর ইকবাল, দামুড়হুদা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক নজরুল ইসলাম ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আশরাফুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলার-২০১৮ সালের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাফেজা খাতুন। এ সময় প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
প্রধান অতিথি আনসার ও ভিডিপির পরিচালক আকবর আলী বলেন, আনসার সদস্যদেরকে দেশের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে হবে। ভালো কাজ করলে দেশও তাঁদের কল্যাণে ভূমিকা রাখবে। প্রত্যেকটি উপজেলায় ২০০ আনসার সদস্যকে বাছাই করা হবে। সরকারের যেকোনো ডাকে সদস্যরা প্রস্তুত থাকবেন। ট্রেনিঙে পুরোপুরি অংশ নিয়ে কার্যক্রম সফল করতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নিত হবে। ২০৫০ সালের মধ্যে বিশ্বের ২৩তম দেশ হবে বাংলাদেশ। বর্তমানে দেশে ৬১ লাখ আনসার ও ভিডিপি সদস্য রয়েছে। এতোগুলো জনগোষ্ঠিকে অভুক্ত রেখে মধ্যম আয়ের দেশ হতে পারে। সরকার ও দেশবাসীর কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। এখন এসএসসি পাশ ছাড়া কাউকেই নেয়া হচ্ছে না। তাহলে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। আনসার সদস্যদের ছেলেমেয়েদের বৃত্তি দেয়া হচ্ছে। সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সরকার কাজ করছে।
জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে আনসার সদস্যদের কাছ থেকে তথ্য পেলে সঠিক হবে। জঙ্গিবাদ ও ইভটিজিং বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সাহায্য করতে পারেন। আগামী দিনে বাংলাদেশ থেকে বিদেশে যাবার প্রবণতা বেড়ে যাবে। যদি দক্ষ লোক পাঠানো যায় বেতন বেশি পাওয়া যাবে। ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ডভিত্তিক সমস্যার লিস্ট তৈরি করেন। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে তৈরি করেন। ইউএনও-চেয়ারম্যানদের সাথে আলোচনা করেন। এভাবে উপজেলা-জেলা পর্যায়ে করবেন। জেলার জাতীয় সঙ্গীত দল হবে। বিভাগীয় ও জাতীয় সঙ্গীত দল হবে। চুয়াডাঙ্গায় আগামী ২৪ জানুয়ারি থেকে তাঁত মেলা হবে। মেলায় ১দিনের ভলিবল টুর্নামেন্টের আয়োজনও থাকবে। দেশের জন্য কাজ করছেন, দেশ রিটার্ন দেবে।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সোহরাওয়ার্দী ও গীতা পাঠ করেন লিটন ব্যানার্জী। এ সময় ডাউকী ইউনিয়ন দলপতি ওয়ালিউর রহমান ও দামুড়হুদার রোজিনা খাতুন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ভালো কাজের জন্য মুক্তার আলী, রোজিনা খাতুন, সোহরাওয়ার্দী, জসিম উদ্দীন, আছির উদ্দিন ও হালিমা খাতুনকে বাই সাইকেল দিয়ে পুরস্কৃৃত করা হয়। এছাড়া, শারমিন খাতুন, শিলা খাতুন, সারেজান খাতুন ও কানন বালাকে বিশেষ অবদানের জন্য সেলাইমেশিন পুরস্কার দেয়া হয়।