আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান ৫জন শ্রেষ্ঠ গ্রামপুলিশকে আর্থিক পুরস্কার দিয়েছেন। আইনশৃঙ্খলা উন্নয়ন, পুলিশকে সহযোগিতাসহ গ্রামপুলিশকে ভালো কাজে উৎসাহ দিতে তিনি এভাবে প্রতি মাসে ৫জন করে শ্রেষ্ঠ গ্রামপুলিশ নির্বাচন করে তাদেরকে আর্থিক পুরস্কার দেবেন বলে ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত লুৎফুল কবীর ও এএসআই মিরাজুল ইসলাম। এ মাসে ৫জন শ্রেষ্ঠ গ্রামপুলিশ হলেন কালিদাসপুর ইউপির আব্বাস আলী, কুমারী ইউপির ইদ্রীস আলী, হারদী ইউপির তাহাজ উদ্দীন, বেলগাছি ইউপির আনোয়ার হোসেন ও খাদিমপুর ইউপির গ্রামপুলিশ আকতার ইলাহী।