২ যুগ পর দামুড়হুদা উপজেলা যুবলীগের সম্মেলন ৩১ জানুয়ারি

দর্শনায় উপজেলা যুবলীগের প্রস্তুতিসভা : চলছে ব্যাপক প্রস্তুতি
দর্শনা অফিস: প্রায় ২ যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দামুড়হুদা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে সামনে রেখে চলছে ব্যাপক প্রস্তুতি। নানামুখী আয়োজন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। আগামী ৩১ জানুয়ারি সকাল ১০টার দিকে আ.লীগ সভামঞ্চ দর্শনা দর্শণ সিনেমা হল চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সফল করার লক্ষ্যে দর্শনায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা যুবলীগের প্রস্তুতিসভা। গতকাল সোমবার বিকেলে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় বক্তারা বলেন, যুবসমাজ হচ্ছে দেশ ও জাতির অন্যতম চালিকাশক্তি। দেশের বৃহত্তর স্বার্থে যুগেযুগে যুবসমাজের ভূমিকা অপরিসীম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি অবিসংবাদিত নেতা বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির মুক্তিদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে যুবসমাজের রয়েছে অনেক ভূমিকা। এক সময়ের যুবলীগ নেতারা এখন জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিচ্ছেন। দেশ পরিচালনায় তাদের রয়েছে অফুরন্ত অবদান। দেশ ও জাতির উন্নয়নে যুবলীগের কোনো বিকল্প নেই। যুবলীগ দেশ ও জাতির প্রাণের সংগঠন। এ সংগঠনটি শেখ মুজিবুর রহমানের আত্মার সাথে মিশে থাকবে অনন্তকাল। এ দেশের যুবসমাজ, ছাত্রসমাজ তথা সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী আ.লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। আমরা মনে প্রাণে বিশ্বাস করি দামুড়হুদা উপজেলা যুবলীগের যে কমিটি গঠন হবে, সে কমিটি তাদের দায়িত্ব পালনে আন্তরিক থাকবে। নিষ্ঠার সাথে সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করবে। সেই সাথে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে কাজ করবে নিরলসভাবে। উপজেলা যুবলীগের আহ্বায়ক, জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফের সভাপতিত্বে সভায় আলোচনা করেন, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আব্দুল হান্নান ছোট, হযরত আলী, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মতি, হবা জোয়ার্দ্দার, শেখ আসলাম আলী তোতা, ইকবাল হোসেন, সোলায়মান কবির। আব্দুল হান্নান ছোটর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আশরাফ আলম বাবু, আয়ুব আলী স্বপন, নিশান তরফদার, আব্দুল হালীম ভুট্ট, সাহেব আলী, মামুন শাহ, ইকরামুল হক, বিপ্লব, মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান কচি, রিপন, দেলোয়ার হোসেন বিপু, সাঈদ, আব্দুর রহমান, অহিদুল ইসলাম, শরীফ রতন, মেহেদী হাসান, হাবিবুর রহমান, খোকন, মনির সরদার, আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আরিফ মল্লিক, সাজিদুর রহমান রিংকু, রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, লোমান, আলামিন, অপু সরকার, রায়হান, প্রভাত প্রমুখ। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের সার্বিক ব্যবস্থাপনায় ৩১ ডিসেম্বর দামুড়হুদা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ। প্রধান অতিথির বক্তব্য রাখবেন, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান, কেন্ত্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সামসুল আবেদীন খোকন।