হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এমএ মজিদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাউজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান, সরকারি লালনশাহ কলেজ ছাত্রদলের সভাপতি শামিম আহমেদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংসঠনের নেতাকর্মীবৃন্দ। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।