আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার যাদবপুরের মাদকব্যবসায়ী রাজুকে এবার ডাকাতি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। আলমডাঙ্গার যাদবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে রাজু চিহ্নিত মাদকব্যবসায়ী। মাদকব্যবসার অভিযোগে ইতঃপূর্বে কয়েকবার পুলিশ তাকে আটক করে জেলহাজতে পাঠায়। গত ২১ জানুয়ারি দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ তাকে আটক করে। পুলিশ জানিয়েছে, এবার রাজুকে গ্রেফতার করা হয়েছে উপজেলার খেজুরতলা গ্রামে গণডাকাতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে। সংশ্লিষ্ট মামলায় গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।