ব্রিটিশ কাউন্সিল থেকে আন্তর্জাতিক স্কুল অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট পেলেন মুন্সিগঞ্জ একাডেমির শিক্ষক জামান লিঙ্কন। আন্তর্জাতিক শিক্ষা ও শ্রেণি কার্যক্রমে অসামান্য অবদান রাখায় তাকে এ পুরস্কার দেয়া হলো। ব্রিটিশ সরকারের পক্ষে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর জেনারেল Barbara Wickham ও বাংলাদেশ সরকারের শিক্ষা সচিব সোহরাব হোসেন যৌথভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেন। এসময় মুন্সিগঞ্জ একাডেমির প্রধান শিক্ষক আতিয়ার রহমানের হাতেও এ অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দেয়া হয়। ব্রিটিশ সরকার কর্তৃক বিশ্বব্যাপী পরিচালিত আন্তর্জাতিক শিক্ষা ও শ্রেণি কার্যক্রমকে মর্ডানাইজেশন করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশে মোট ২৮ শিক্ষককে এ পুরস্কার দেয়া হয়। এ র্যাংকিংয়ে জামান লিঙ্কনের অবস্থান ৬ষ্ঠ। এর আগে ২০১৬ সালের নভেম্বরে প্রধানমন্ত্রীর দফতর a2i কর্তৃক পরিচালিত শিক্ষক বাতায়নে জামান লিঙ্কন সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হন। ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর দফতর a2i কর্তৃক lCT4E জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হন এবং একই বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর দফতর কর্তৃক আয়োজিত কক্সবাজার জাতীয় শিক্ষক সম্মেলনে সেরা শিক্ষকের পুরস্কার গ্রহণ করেন তিনি। আন্তর্জাতিক শিক্ষা ও শ্রেণি কার্যক্রমে বাংলাদেশকে বলিষ্ঠভাবে যুক্ত করতে ও বিশ্বপরিমণ্ডলে আধুনিক শিক্ষার অগ্রদূত হিসেবে বাংলাদেশকে পরিচিত করে তুলতে জামান লিঙ্কন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। -বিজ্ঞপ্তি।