প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালো কিউইরা

মাথাভাঙ্গা মনিটর: টেস্ট ও ওয়ানডের পর পাকিস্তানের বিপক্ষে এবার টি-টোয়ন্টিতেও জয় দিয়ে শুরু করেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে সোমবার পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে কিউইরা। শুরুতে ব্যাট করে দুই বল বাকি থাকতেই পাকিস্তান অলআউট হয় ১০৫ রানে। জবাবে চার ওভার এক বল বাকি থাকতেই মাত্র তিন উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা।

টস হেরে ব্যাট হাতে নেমে প্রথম ১০ ওভারে চরম ব্যর্থতার পরিচয় দেয় পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানরা। ৯.২ ওভারের মধ্যেই মাত্র ৩৮ রানেই পাকিস্তানের প্রথম সারির ছয়জন ব্যাটসম্যান সাজঘরে ফিরে যায়। ব্যতিক্রম ছিলেন কেবল বাবর আজম। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করার দিনে তিনি ৪১ বলে করেন ৪১ রান। এছাড়া টেল-এন্ডারদের মধ্যে হাসান আলী করেন ২৩ রান। অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্ক ছূঁতে পারেননি। কিউই বোলারদের মধ্যে টিম সাউদি ও সাঁট রেন্স তিনটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে মাত্র ৮ রানেই দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে কলিন মুনরো ও টম ব্রাস সেখান থেকে দলকে বের করে আনেন। তৃতীয় উইকেটে এ দুজন ৪৯ রানের জুটি গড়েন। এ সময় টম আউট হলেও রস টেলরকে নিয়ে বাকি পথটা পাড়ি দিতে সমস্যা হয়নি মুনরোর। মুনরো অপরাজিত ৪৯ এবং ব্রাস ২৬ ও টেলর অপরাজিত ২২ রান করেন। পাক বোলারদের মধ্যে রুম্মন রাইস দুটি উইকেট নেন।