দর্শনা পুলিশের মাদকবিরোধী অভিযান গাঁজাসহ আজমপুরের লিটন গ্রেফতার

দামুড়হুদা প্রতিনিধি: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ আজমপুরের লিটনকে গ্রেফতার করেছে। লিটনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালান দর্শনা কেরুজ বাজারমাঠ এলাকায়। বাজারমাঠ এলাকা থেকে দর্শনা পৌর আজমপুরের শহর আলী মোল্লার ছেলে লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলেছে, গ্রেফতারকৃত লিটনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২শ’ গ্রাম গাঁজা। এ ঘটনায় এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে গতকালই রাতে গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।