জীবননগর হাসাদাহে বসতবাড়িতে গ্যাস লাইটার থেকে অগ্নিকা- : জ্বালানি পুড়ে ভস্মীভূত

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর হাসাদাহ গ্রামে শফিকুল ইসলাম শ্রবণের বাড়িতে গ্যাস লাইটার থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে বসতঘরের ছাদে থাকা জ্বালানি পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের গাইনপাড়ার মৃত আজিম গাইনের ছেলে শফিকুল ইসলাম শ্রবণের বাড়িতে আকস্মিক গ্যাস লাইটার থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। হাসাদাহ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মোতালেব জানান, গতকাল সোমবার বিকেল ৩টায় আমার প্রতিবেশী শফিকুল ইসলাম শ্রবণের বাড়িতে হঠাৎ চিৎকার শুনি। এসময় আমি সেখানে তাৎক্ষনিকভাবে গিয়ে দেখি তার বাড়ির ছাদে পাটকাঠির গাঁদায় দাউ দাউ করে আগুন জ্বলছে। বাড়ির লোকজন তা নেভাতে ব্যর্থ হলে, আমি তাৎক্ষণিকভাবে জীবননগর ফায়ার সার্ভিসের অফিসে ফোন করে বিষয়টি জানাই। কিছুক্ষণের মধ্যে জীবননগর ফায়ার সার্ফিসের সদস্যরা অগ্নিনির্বাপক গাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এ অগ্নিকা-ের ঘটনায় বাড়ির ছাদে থাকা পাটকাঠির গাঁদাসহ গোবরের তৈরি সব ঘুটো পুড়ে গেছে। বাড়ির মালিক শফিকুল ইসলাম শ্রবণ বলেন, দুপুরে খাওয়ার পর আমি ও আমার নাতি ছেলে ছাদের ওপর শুয়ে বিশ্রাম নিতে যাই। এসময় আমি ঘুমিয়ে যাই। হঠাৎ চেচামেচির শব্দে ঘুম ভেঙে গেলে দেখতে পাই, আমার তিন বছরের নাতি ছেলে মুস্তাকিন আমার পকেটে থাকা গ্যাস লাইটারটি নিয়ে ছাদের ওপরে খেলতে গিয়ে পাটকাঠির গাঁদায় আগুন ধরিয়ে দিয়েছে।