স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পুলিশ অফিসারকে কোপানোর ঘটনায় হামলাকারী শফিক ট্যারাকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। গত সোমবার দুপুরে চুয়াডাঙ্গা আমলি আদালতে এ রিমান্ড শুনানি হয়। যুবক শফিকুর রহমান ওরফে শফিক ট্যারা চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার ফজলু মিস্ত্রির ছেলে। সে ১৬ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। মামলার তদন্ত কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার ওসি অপারেশন আমির আব্বাস পৃথক দুটি মামলায় ৫ দিন করে রিমান্ডের আবেদন করেন আদালতে। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হালিম উভয় পক্ষের শুনানি শেষে অস্ত্র আইন মামলায় শফিক ট্যারার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণসূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ ডিসেম্বর রাতে চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার কদমতলায় স্থানীয় দুটি গ্রুপ মারামারির জন্য অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে শহর ফাঁড়ি পুলিশের এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এসময় পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় মিন্টু গ্রুপের লোকজন। মিন্টু ধারালো অস্ত্র দিয়ে এসআই ওহিদুলকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় শহর ফাঁড়ি পুলিশের এএসআই নুর হোসেন বাদী হয়ে সদর থানায় পৃথক দুটি মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলার ৪ জন জেলহাজতে ও অন্য আসামিরা পলাতক রয়েছে।