কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ উপলক্ষে মতবিনিময়সভা

কোটচাঁদপুর প্রতিনিধি: শতাধিক বছরের ঐতিহ্যবাহী কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করায় গতকাল সোমবার স্কুলের পক্ষ থেকে এক মতবিনিময়সভার আয়োজন করা হয়। স্কুল প্রাঙ্গণে আয়োজিত জাতীয়করণের লক্ষ্যে পরিদর্শন ও শিক্ষার গুণগতমান, নৈতিকতা উন্নয়ন এবং জঙ্গিবাদ বিরোধী এ মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের মা.উ.শি’র আঞ্চলিক পরিচালক প্রফেসর টিএম জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া, মুজিবনগর মাধ্যমিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক আরিফ হোসেন, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফারজেল হোসেন, স্কুল কমিটির সদস্য আতাউর রহমান বাবলু, মমিনুর রহমান, জাহিদুল ইসলাম, রুস্তম আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শফি উদ্দীন সাগর।