আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কালিদাসপুর রেলগেটের মাজেদা টেলিকম অ্যান্ড ডিজিটাল স্টুডিওতে চুরির ঘটনায় পুলিশ কালিদাসপুরের জাফর ইকবালকে আটক করেছে। গত শনিবার রাতে তাকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের কালিদাসপুর রেলগেটে মাজারুল হকের মাজেদা টেলিকম অ্যান্ড ডিজিটাল স্টুডিও’র ব্যবসা আছে। মাজারুল ওই দোকানে বিভিন্ন কোম্পানির মোবাইল, ব্যাটারি, চার্জার বিক্রি করেন। ১৯ জানুয়ারি সকালে দোকান খুলে দেখতে পান তার দোকানে থাকা মোবাইল, ব্যাটারি, কম্পিউটার ও ট্যাব চুরি হয়ে গেছে। ওই চুরির ঘটনায় আলমডাঙ্গা থানা পুলিশ কালিদাসপুর গ্রামের মৃত এলাহী বিশ^াসের ছেলে জাফর ইকবালকে আটক করে। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।