বিদেশি টুকরো

কেজরিওয়ালের দলের ২০ বিধায়ক বরখাস্ত

মাথাভাঙ্গা মনিটর: বরখাস্ত হলেন ভারতের আম আদমি পার্টির ২০ বিধায়ক। অরবিন্দ কেজরিওয়ালের দলের বিপক্ষে নির্বাচন কমিশনের পাঠানো এই সংক্রান্ত সুপারিশে সবুজ সঙ্কেত দিলেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গতকাল রোববার রাষ্ট্রপতি এই সুপারিশে সই করেন। ফলে নিশ্চিত হয়ে গেল দিল্লির মিনি বিধানসভা নির্বাচন। এই ২০ জন বিধায়ক বরখাস্ত হলেও অবশ্য সরকার পরিবর্তিত হবে না। কিন্তু নৈতিকতার কারণ তুলে মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালের ইস্তফা দাবি করা কংগ্রেস ও বিজেপি যে নতুন করে অস্ত্র হাতে পেয়ে গেল তাতে কোনো সন্দেহ নেই। অন্য দিকে, বিষয়টি নিয়ে শনিবারই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আপ শিবির। সোমবার ওই মামলার শুনানি হবে।

পরিষদীয় সচিব পদটিকে ‘লাভজনক পদ’ এর বাইরে রেখে একটি বিল ২০১৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিলো দিল্লি সরকার। রাষ্ট্রপতির কাছে আপত্তি জানান আইনজীবী প্রশান্ত ভূষণ। তখন বিষয়টি নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে বলেন প্রণব। তদন্তে প্রাথমিক সত্যতা পেয়ে ২১ জন বিধায়ককে শোকজ নোটিস পাঠায় কমিশন।

কাবুলে হোটেলে হামলায় নিহতদের ১৪ জন বিদেশি

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের রাজধানী কাবুলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তালেবান হামলায় ১৪ বিদেশিসহ ১৯জন নিহত হয়েছে। গত শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে পাঁচ হামলাকারীর একটি দল আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ভেস্ট নিয়ে হোটেলে প্রবেশ করে অতিথিদের জিম্মি করে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়েল মুখপাত্র ওয়াহিদ মাজরহ বলেন, নগরীর সিটি হাসপাতালে ১৯টি মৃতদেহ নিয়ে আসা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। নিহতদের মধ্যে ১৪জন বিদেশি বলে জানায় বিবিসি ও গার্ডিয়ান। তাদের মধ্যে ১১জন আফগানিস্তানের বেসরকারি এয়ারলাইন ‘ক্যামএয়ার’ এর কর্মী বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলায় আরও ১০জন আহত হয়েছেন। যাদের মধ্যে ছয়জন নিরাপত্তারক্ষী এবং চারজন বেসামরিক নাগরিক বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়েল মুখপাত্র নাজিব দানিশ। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ভেনেজুয়েলা ও ইউক্রেইনের নাগরিক আছেন। হামলার সময় ক্যামএয়ারের প্রায় ৪০জন পাইলট ও ক্রু হোটেলে অবস্থান করছিলেন, যাদের বেশির ভাগই বিদেশি।

ব্রাজিলে ছড়িয়ে পড়ছে পীতজ্বর

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ মিনা জেরাইসে পীতজ্বর মারাত্মকভাবে ছড়িয়ে পড়ায় সেখানে জনস্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গত ডিসেম্বর থেকে পীতজ্বরে আক্রান্ত হয়ে সেখানে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। প্রাদেশিক রাজধানীসহ বেশিরভাগ অঞ্চলে মশাবাহিত এই রোগ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নিতে শুরু করায় গত শনিবার সেখানে ছয় মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আতঙ্কে মিনা জেরাইস ছাড়াও দক্ষিণের দুই প্রদেশ রিও এবং সাও পাওলোর বাসিন্দারা ক্লিনিকের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে পীতজ্বরের টিকা নিতে শুরু করেছেন। হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় যে কোনো সময় টিকা শেষ হয়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন ক্লিনিক কর্তৃপক্ষ। একটি কার্নিভালে যোগ দিতে এ সময় প্রতিবেশী আর্জেন্টিনা থেকে অনেক মানুষ ব্রাজিলের সাও পাওলোতে আসেন। সুরক্ষা ব্যবস্থা হিসেবে তারাও টিকা দিতে শুরু করায় রাজধানী  বুয়েন্স আইরেসসহ আর্জেন্টিনার অন্যান্য নগরগুলোতেও টিকা নিতে ক্লিনিকের সামনে ভিড় দেখা যাচ্ছে বলে জানায় বিবিসি। গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও সাও পাওলো ভ্রমণের অন্তত ১০ দিন আগে পর্যটকদের পীতজ্বরের টিকা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। ব্রাজিলে পীতজ্বরে আক্রান্ত হয়ে গত বছর ২৫৯ জনের মৃত্যু হয়।

চীনে ‘সিক্রেট সুপারস্টার’ দুইদিনেই ১০০ কোটি!

মাথাভাঙ্গা মনিটর: আমির খানের ‘দঙ্গল’র আগে চীন মাতিয়েছে । ইতিহাস গড়ে চীনে ১ হাজার কোটির ব্যবসা করেছেন ‘দঙ্গল’। আর এবার সেই পথেই এগুচ্ছে আমির খানের আরও এক সিনেমা। মাত্র ২ দিনে চীনে ১০০ কোটির ব্যবসা করেছে আমির খান ও জায়রা ওয়াসিম অভিনীত ফিল্ম ‘সিক্রেট সুপারস্টার’। ১৯ জানুয়ারি চীনে মুক্তি পেয়েছে। আর এই দুদিনেই চীনা বক্স অফিসে ১৭.৩১ মিলিয়ান ডলারের ব্যবসা করে ফেলেছে। আশা করা যাচ্ছে এই ব্যবসা আরও বাড়বে। চীনে ‘সিক্রেট সুপারস্টার’র এই সাফল্যের কথা টুইট করে জানিয়েছেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ। তার কথায় প্রথম দিনেই চীনে এই ছবি ব্যবসা করেছে ৪৩.৩৫ কোটি টাকা।

তবে শুধু ‘সিক্রেট সুপারস্টার’, বা ‘দঙ্গল’ই নয়, এর আগে আমির খানে ‘পিকে’, ‘থ্রি ইডিয়টস’ও প্রতিবেশী দেশ চীনে ভালো ব্যবসা করেছিলো। ভালো ব্যাবসা করেছিল রাজা মৌলি পরিচালিত ‘বাহুবলী-২’ সিনেমাটিও।

প্রসঙ্গত, বলে রাখা ভালো জায়রা ও আমির অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ ছবিটি যে ভারতের বক্স অফিসে যে ভীষণ ভালো ব্যবসা করেছে তেমনটা নয়।