মেহেরপুর অফিস: প্রতারণা মামলায় মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইনকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে ওই মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাকে জেলহাজতে পাঠান।
মামলার বিবরণে জানা যায়, মেহেরপুর মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মিয়ারুল ইসলাম বিদেশ যাবার জন্য জারজিজ হুসাইনকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা দেন। কিন্তু তাকে বিদেশে পাঠাতে ব্যর্থ হয় সে। পরে ২০১৬ সালে মামলা করে মিয়ারুল। সেই মামলায় বাদির সাথে আপোষ করার শর্তে কিছুদিন আগে আদালত তাকে জামিন দেন। গতকাল ওই মামলায় আদালতে হাজির হবার কথা ছিলো তার। কিন্তু বাদির সাথে কোনো আপোষ না করে আদালতে হাজির হন তিনি। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। বাদিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন রাসেল জানান, প্রভাবশালী হওয়ায় ওই মামলায় আপোষ না করে টালবাহানা করেন দারজিজ। ফলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।