শরিফ রতন: সংসারের দেন্যতা ঘুচাতে বিদেশে পাড়ি অবশেষে লাশ হয়ে ফিরলো সদাবরি গ্রামের যুবক নবাব। তার মৃত্যুতে পরিবারে চলছে কান্নার মাতম। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গতকাল রবিবার বেলা ১১টার দিকে সদাবরি কবরস্থানে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের পশ্চিম পাড়ার মোঃ ইব্রাহিম বিশ্বাসের ছেলে ফজলুল হক নবাব(২৫) এক বছর আগে সংসারের অভাব ঘোচাতে পাড়ি দেয় মালয়েশিয়া। কাজ পেয়েছিল ভালো সেই সুবাধে বাড়িতে টাকা পাঠাতো ঠিকতম। গত রবিবার নিজ কর্মস্থলে গিয়ে হৃদরোগে আক্রন্ত হয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে সহকর্মিরা। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরে নবাব শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সহকর্মিরা বাড়ি মৃত্যুর সংবাদ দিলে পরিবারে চলে কান্নার মাতম। পরিবার আতœীয় স্বজনরা অপেক্ষা করতে থাকে মরদেহ কখন আসবে অবশেষে ৬ দিন পর গ্রামে পৌছে নবাবের মরদেহ। মরদেহ গ্রামে পৌছালে গোটা এলাকার মানুষ ভিড় জমায় নবাবের বাড়িতে। পরিবারের চলে কান্নার মাতম। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। গতকাল রবিবার বেলা ১১ টার দিকে সদাবরি কবরস্থানে হাজার মুসুল্লিদের উপস্থিতে জানাযা শেষে মরদেহের দাফন সম্পন্ন হয়। নবাব বাবা-মার একমাত্র সন্তান। একমাত্র সন্তানকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তার বাবা-মা।