স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তিন দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। সভাপতিত্ব করেন সরকারি মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম ও শিক্ষক পরিষদের সম্পাদক মফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। প্রতিযোগিতার মধ্যে ছিলো কবিতা আবৃত্তি (বাংলা), কবিতা আবৃত্তি (ইংরেজি), একক অভিনয়, কৌতুক, ধারাবাহিক গল্প বলা, উপস্থিত বক্তৃতা ও সাধারণ জ্ঞান।