চুয়াডাঙ্গায় ফিরেছেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি নিজ এলাকায় ফিরেছেন। গতরাত ৮টার দিকে তিনি নিজবাড়ি ফিরলে পূর্ব থেকে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তিনি আজ সকাল সাড়ে ১০টায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএইচ এম শামিমুজ্জামান অনুষ্ঠানমালায় অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সকার সাড়ে ১০ প্রাণিসম্পদ কার্যালয় থেকে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হবে আলোচনাসভা। এ সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনি সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।

Leave a comment