চুয়াডাঙ্গার ভুলটিয়ায় গাছের শিকড় কাটা নিয়ে দু’ভাইয়ের দ্বন্দ্ব : ইটের আঘাতে দু’ভাই আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ভুলটিয়া গ্রামের ওপারপাড়ায় বাড়ির পাশের গাছের শিকড় কাটাকে কেন্দ্র করে ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাই নিজাম এবং তার শ্বশুর বাড়ির লোকজনের ইটের আঘাতে আপন দু’ভাই ফারুক (৪৫) ও শরীফ (৩২) রক্তাক্ত জখম হয়েছে। আহত ফারুক ও শরীফ চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া ওপাড়পাড়ার মৃত জব্বার জোয়ার্দ্দারের ছেলে। গতকাল রোববার বিকেলে আহতাবস্থায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ফারুক ও শরীফ অভিযোগ করে বলেন, তার ভাই নিজামের ঘরের পাশে একটি আমড়া গাছ লাগানো আছে। সেই গাছের শিকড় ফারুকের ঘরের পাশ দিয়ে যাওয়ার কারণে ঘরের পাশে ফাটলের সৃষ্টি হয়। গতকাল রোববার বেলা ৩টার দিকে ফারুক গাছের শিকড় কেটে দিলে নিজামের সাথে তার বাগবিত-া শুরু হয়। এরই একপর্যায়ে নিজাম তার শ্বশুর লালচাঁদ, শাশুড়ি শান্তি বেগম ও শালীকা সেলিনা খাতুন ইটপাটকেল ছুড়লে ফারুকের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। তাদের গ-গোল ঠেকাতে গেলে ইটের আঘাতে আহত হয় শরীফ। পরিবারের অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদিকে সন্ধ্যায় উভয় পরিবারের লোকজন যায় হাসপাতালে। সেখানে উভয় পরিবারের মধ্যে শুরু হয় উত্তেজনা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবেশ শান্ত করে।