কুষ্টিয়ায় স্বামীর পরকীয়ার বলি স্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে স্বামীর পরকীয়ার বলি হলেন রিতা খাতুন (৩০) নামের এক গৃহবধূ। শ্বশুর বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে মারা গেছেন তিনি। গতকাল রোববার দুপুরে শ্বশুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মিরপুরের মালিহাদ ইউনিয়নের আবুরী গ্রামের বাচ্চুর স্ত্রী রিতা খাতুন। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রিতার স্বামী বাচ্চু পরকীয়া করে আসছিলো। এ নিয়ে তাদের পরিবারে অশান্তি লেগেই থাকতো। রিতা প্রতিবাদ করলে তার স্বামী প্রায়ই তাকে নির্যাতন করতো। সকালে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন পরিবারের লোকজন। আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুরে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ বলা যাবে না।

Leave a comment