খাইরুজ্জামান সেতু: চুয়াডাঙ্গায় প্রতিবছরই কর্মসংস্থানের জন্য বিদেশগামী লোকের সংখ্যা বাড়ছে। এতে যেমন দূর হচ্ছে বেকারত্ব ঠিক তেমনই বাড়ছে বৈদেশিক মুদ্রা আয়। ২০১৬ সালের তুলনায় গত বছর ১ হাজার ৮’শ ৮৬ জনের বেশি মানুষ কর্মসংস্থানের আশায় চুয়াডাঙ্গা থেকে বিদেশ পাড়ি জমাচ্ছেন।
চুয়াডাঙ্গা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসসূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে অফিস চালু হওয়ার পর থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত কর্মসংস্থানের জন্য বিদেশ গিয়েছেন ৩৩ হাজার ২৬৮ জন। এর মধ্যে পুরুষ ৩০ হাজার ৪৬৪ ও নারী ২ হাজার ৮০৪ জন। প্রতিবছরই বাড়ছে বিদেশগামী নারী-পুরুষের সংখ্যা। কর্মসংস্থানের জন্য ২০০৪ সালে বিদেশ গিয়েছেন ৩৭৬ জন। এর মধ্যে পুরুষ ৩৫২ ও নারী ২৪ জন। ২০০৫ সালে বিদেশ গিয়েছেন ৬৫৩ জন। এর মধ্যে পুরুষ ৬২২ ও নারী ৩১ জন। ২০০৬ সালে বিদেশ গিয়েছেন ৮৫৭ জন। এর মধ্যে পুরুষ ৭৯৮ ও নারী ৫৯ জন। ২০০৭ সালে বিদেশ গিয়েছেন ৪ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৫৫৬ ও নারী ১৮৩ জন। ২০০৮ সালে বিদেশ গিয়েছেন ৪ হাজার ২৬২ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ১৮১ ও নারী ৮১ জন। ২০০৯ সালে বিদেশ গিয়েছেন ১ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৫৬৮ ও নারী ৮৪ জন। ২০১০ সালে বিদেশ গিয়েছে ৮৫৮ জন। এর মধ্যে পুরুষ ৭৬৬ ও নারী ৯২ জন। ২০১১ সালে বিদেশ গিয়েছেন ১ হাজার ২৯৩ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ২১৬ ও নারী ৭৭ জন। ২০১২ সালে ২ হাজার ৩২৭ পুরুষ ও ১৩৫ জন নারী বিদেশ যান। ২০১৩ সালে বিদেশ গিয়েছেন ১ হাজার ৪৮৯ পুরুষ ও ১৭৭ জন নারী। ২০১৪ সালে বিদেশ গিয়েছেন ২ হাজার ২২৪ জন। এর মধ্যে নারী ৩৭৩ জন। ২০১৫ সালে ২ হাজার ৫ ৮৩ জন বিদেশ গিয়েছেন। এর মধ্যে পুরুষ ২ হাজার ১৪৮ জন। ২০১৬ সালে বিদেশ গিয়েছেন ৩ হাজার ৬৫১ জন। এর মধ্যে নারী ৫৩৮। গত বছরে বিদেশ গিয়েছেন ৫ হাজার ৫৩৭ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৯৯৯ জন। সরকারিভাবে বিদেশে কর্মসংস্থানের জন্য নির্বাচিত হয়েছিলেন ৯৬ জন। এর মধ্যে গিয়েছেন ৭৩ জন। যেতে পারেননি ৩ জন, অনুপোযুক্ত হয় ৫ জন, অবশিষ্ট ১৫ জন। চুয়াডাঙ্গায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চালু হওয়ার পর থেকে ২০১০ সালের পর থেকে কয়েক বছরের বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া মানুষের সংখ্যা কমলেও ২০১৪ সাল থেকে ক্রমান্বয়ে কর্মসংস্থানের জন্য বিদেশ যাওয়া মানুষের সংখ্যা বাড়তে শুরু করেছে। আর বিদেশে কর্মসংস্থানের জন্য অধিকংশ পুরুষ যাচ্ছে দিনমজুরির কাজে আর নারী যাচ্ছেন গৃহপরিচারিকার কাজে। এদিকে কর্মসংস্থানের জন্য অধিকাংশই নারী যাচ্ছেন সৌদি আরব, ওমান ও বাহারাইন। আর অধিকাংশ পুরুষই যাচ্ছেন মালয়েশিয়া ও কুয়েতে। অধিকাংশ প্রবাসীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দিনে দিনে প্রবাসী নারী-পুরুষের সংখ্যা সমানে বাড়ছে। এ কারণে বৈদেশিক কর্মসংস্থানে বেশি টাকা আয় করা যাচ্ছে। আর প্রযুক্তি আধুনিক হওয়ায় বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন অফিসে ঝামেলা কম হচ্ছে। বিদেশগামী সংখ্যা বাড়ার কারণে আমাদের দেশ থেকে বেকারত্ব দূর হচ্ছে।