ইয়াবাসহ আবারও আলমডাঙ্গা স্টেশন এলাকার মাদকব্যবসায়ী দম্পতি ওল্টু-মায়া আটক

আলমডাঙ্গা ব্যুরো: ৩০ পিস ইয়াবাসহ আলমডাঙ্গা স্টেশন এলাকার মাদকব্যবসায়ী দম্পতি ওল্টু-মায়াকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে তাদেরকে আটক করেছে।
জানা গেছে, গতকাল রোববার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ স্টেশন এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী মায়া (২৫) ও তার স্বামী ওল্টুকে আটক করেছে। সে সময় তাদের নিকট থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ইতঃপূর্বে একাধিকবার র‌্যাব ও পুলিশ তাদেরকে আটক করে জেলহাজতে পাঠায়। সংশ্লিষ্ট মামলায় আজ ২২ জানুয়ারি তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a comment